আলমডাঙ্গার সেনবন্ডবিল গ্রামে পরকীয়া প্রেমিকাকে রাখতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে পরকীয় প্রেমিক নওদাপাড়া গ্রামের লালু নামের এক ব্যক্তি। ৩দিন পালিয়ে থাকার পর গতকাল মঙ্গলবার বিকেলে লালু তার প্রেমিকাকে সেন বন্ডবিলে নিয়ে গেলে লোকজনের হাতে সে আটক হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ড শ্যান বন্ডবিল গ্রামের চান্দালির মেয়ে মীরা খাতুনের সাথে গত ১০ বছর পূর্বে পারিবারিক ভাবে নওদাপাড়ার সাদ্দামের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৮ বছরের একটি কণ্যা সন্তান জন্ম রয়েছে। গত ৮ বছর পূর্বে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সাদ্দাম মালয়েশিয়ায় পাড়ি জমায়। ৫ বছর পূর্বে সে দেশে ফিরে এসে কিছুদিন থেকে আবারো বিদেশ চলে যায়। এদিকে এরই নওদাপাড়া গ্রামের ইয়াছিনের ছেলে গরুর ডাক্তার লালু ওই মহিলার সাথে পরকীয়া প্রেম গড়ে তোলে । প্রেমের সম্পর্ক জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ দিন পূর্বে অজানার উদ্যেশে পাড়ি জমায় লালু ও মিরা। তিনদিন অন্যত্র থাকার পর গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে লালু পরকীয়া প্রেমিকা মীরাকে তার বাবার বাড়ি শ্যাম বন্ডবিলে রাখতে আসে। এসময় মীরার পিতার পরিবারের লোকজন আটক করে প্রেমিক লালুকে। এ ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মিমাংসের চেষ্টা চলছিলো বলে জানা যায়।
CBALO/আপন ইসলাম