মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,সৃজনী বাংলাদেশ এর আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম(পিইডিপি-৪)বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,ঝিনাইদহ,শেখ মোঃ সুরুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সৃজনী বাংলাদেশ কর্মসূচি প্রধান অহিদুল ইসলাম,উপজেলা প্রগ্রাম ম্যানেজার আক্তারুজ্জামান,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
CBALO/আপন ইসলাম