মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে উদ্বোধনের অপেক্ষায় মডেল মসজিদ চলছে ধোয়া মুছার কাজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ইসলাম শিক্ষা, সাংস্কৃতিক ও ঐতিহ্য প্রসারে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় নির্মিত হচ্ছে তৃতীয় তলা বিশিষ্ট মডেল মসজিদ কমপ্লেক্স। হরিপুর উপজেলা সদরে কোর্ট ভবনের পশ্চিম পার্শে এই মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। মসজিদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে চলছে ঘোসা মাজার কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকিতে এর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

 

যা প্রায় শেষের পথে এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। নির্মাণ কাজ করছে গণপূর্ত অধিদপ্তর, আর এটি বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে ইসলাম শিক্ষা সাংস্কৃতিক ও ঐতিহ্য প্রসারে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় হরিপুর উপজেলায় এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। এই মসজিদের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি ১৫ লক্ষ টাকা। নির্মাণাধীন এই মসজিদটিতে প্রতিবন্ধী, নারী ও পুরুষের জন্য আলাদা ওজু ও নামাজের ব্যবস্থা থাকবে। থাকবে গ্রন্থাগার, সম্মেলন কক্ষ, গবেষণা কেন্দ্র, অতিথি, বিদেশী পর্যটকদের ভ্রমণ সুবিধা ও রাখা হয়েছে মসজিদটিতে। এছাড়াও মৃতদেহ গোসল করানো এবং হজ্জ যাত্রী ও ইমামদের প্রশিক্ষণের সুবিধাও থাকবে এখানে। ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে এসব মসজিদ পরিচালিত হবে। এসব মসজিদের খতিব, ইমাম, মোয়াম্মেম, খাদেম সকলেই সরকারী বেতন ভাতা সুবিধা পাবেন। মসজিদটি হবে তৃতীয় তলা বিশিষ্ট । দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একই ডিজাইনের মসজিদ হবে।

 

এজন্য জায়গা লাগছে ৪৩ শতক। ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা সম্মেলিত মসজিদ নির্মাণ করছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইসলাম শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করবে বলে মনে করেছেন স্থানীয় ইসলামিক চিন্তাবিদরা। বর্তমান সরকারের এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। মসজিদ নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান খাইরুল কবির রানা এর মসজিদ দেখভালের ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন সারা দেশে ৫৬০টি মসজিদের মধ্যে ৫০টি মসজিদ ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। যার মধ্যে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার এই মসজিদটিও রয়েছে। কাজ প্রায় শেষের দিক। ধোয়া মুছার কাজ চলছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।