“করোনাকালে নারীর নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে ধারন করে পাবনার আটঘরিয়া উপজেলা আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান।
এসময় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রতথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কিশোর কিশোরী ক্লাবের প্রমোটার মোছা: তানজিলা খাতুন।
CBALO/আপন ইসলাম