পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৮ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, বেপরোয়াভাবে মোটর বাইক চালানো, অপরিচিত এবং বহিরাগত যুবক মোটর বাইক নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করা সহ সম্প্রতি শিক্ষার্থীদের সরকারী অনুদানের জন্য অনলাইনে আবদন করার হিড়িক সম্পর্কে আলেচনা হয়। সভায় সার্বিক পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলার আইন-শৃক্সখলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন ।সরকারি অনুদানের বিষয় নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, প্রতি বছর যেভাবে সরকারিভাবে গরীব ও মেধাবী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়, ঠিক এবারও সেভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সরকারিভাবে আর্থিক সহায়তার চিঠি পাওয়া গেছে। তবে শিক্ষার্থীরা বর্তমানে গণহারে আবেদন করা শুরু করেছে ।তিনি বলেন, সরকারিভাবে গণহারে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার কোন চিঠি পাওয়া যায় নি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান, বালাপাড়া ও গিরাগাঁও সীমান্ত ফাঁড়ীর বিজিবি কোম্পানী কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলায় সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃক্সখলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করা হয়।
CBALO/আপন ইসলাম