মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি পেয়ে যায় একটি স্বাধীন দেশের মানচিত্র

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ মার্চ, ২০২১

৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন । সারা বাংলার মানুষ বঙ্গবন্ধুর দিকনির্দেশনা পাওয়ার প্রতীক্ষায় উদগ্রীব সেদিন । সারা দেশের মানুষ উন্মুখ হয়ে বসেছিল সেই ভাষণের প্রতীক্ষায়। বঙ্গবন্ধুর সেদিনের সেই ভাষণ শুধু বাংলার নয়, সমগ্র পৃথিবী জুড়ে মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী উদাহরণ । বঙ্গবন্ধু মানুষের মুক্তির আন্দোলনের পথে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হন । স্বাধীন বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীর জনক । সেদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ । ৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙ্গালী জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা । এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে । বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, তিনি অন্তরের গভীরে যা বিশ্বাস করতেন, বক্তৃতায় তাই ব্যক্ত করতেন । ফাঁসির মঞ্চে গিয়েও তিনি তা থেকে বিচ্যুত হননি । বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ । কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল ৭মার্চ সোমবার বিকাল ৫টার সময় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ঐতিহাসিক বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণের তাৎপর্য ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম । ছাত্রলীগ নেতা জিয়াবুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভায় সঞ্চালনা করেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম টিপু । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন , আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন , দীলিপ কুমার শীল , ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছৈয়দ , ৮নং আওয়ামীলীগের সভাপতি আব্দু শুক্কুর , কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু , কালারমারছড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কাসেম , সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান উদ্দিন জিসান , ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দরত উল্লাহ ও ইউপি সচিব নজরুল ইসলাম প্রমূখ । বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য ও আলাচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , তরুণ আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক আলাউদ্দিন , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ , কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুস সালাম , ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনছুর আহমদ , মোঃ আরিফ , ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মনির আহমদ , ছাত্রলীগ নেতা সিরাজ , ১নং ওয়ার্ড  যুবলীগ নেতা  নেজাম উদ্দিন সহ আওয়ামীলীগ ও কালারমারছড়া ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।