মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

খুলনায় ‘দেড় লাখ’ শিশুর কণ্ঠে একযোগে ৭ মার্চের ভাষণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ মার্চ, ২০২১

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ১ লাখ ৫০ হাজার ১৫১ শিশুর কণ্ঠে একযোগে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বিকালে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিছেন ডিসি মোহাম্মদ হেলাল হোসেন। ডিসি জানান, নয়টি উপজেলাসহ খুলনা নগরীর ১ হাজার ৫০০টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীরা এতে অংশ নেবে। প্রতিটি বিদ্যালয় থেকে অন্তত ১০০ জন শিশু যুক্ত থাকবে। নগরীর বয়রার ‘খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে ‘শিশুবঙ্গবন্ধু সমাবেশ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপনের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে জানিয়ে ডিসি বলেন, “মূল অনুষ্ঠানস্থলে নগরীর শ্রেষ্ঠ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ জন শিশুবঙ্গবন্ধুর কণ্ঠে এবং একইসঙ্গে সমগ্র জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত ১ লাখ ৫০ হাজার জন শিশুবঙ্গবন্ধুর কণ্ঠে একযোগে সমস্বরে ধ্বনিত হবে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ।” ১৯৭১ সালে ৭ মার্চ যে সময়ে বঙ্গবন্ধু এ ভাষণ দিয়েছিলেন ঠিক একই সময়ে শিশুদের কর্মসূচি নেয়া গয়েছে বলেও জানান তিনি। খুলনার জেলা প্রশাসন উদ্যোগে এবং ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর ব্যবস্থাপনায় এ ওয়েবিনারে সংযুক্ত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেও জানানো হয়েছে। ২০১৯ সালের ৭ মার্চ সহস্রকণ্ঠে, ২০২০ সালের ১০ জানুয়ারি মুজিববর্ষের সূচনালগ্নে ‘কাউন্ট-ডাউনের প্রথম প্রহরে ১৯২০ জন শিশুবঙ্গবন্ধু এবং ১৯২০ জন আলেমের কণ্ঠে এবং ২০২০ সালের ৭ মার্চ ১৯ হাজার ২০০ জন শিশুবঙ্গবন্ধুর কণ্ঠে জেলা স্টেডিয়ামে ৭ মার্চের এ ভাষণের অনুকৃতি আয়োজন করা হয়েছিল বলেন তিনি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।