টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ই মার্চ পালিত হয়েছে। রবিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে ঐতিহাসিক ৭ই মার্চের আনন্দ উদযাপনের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে নাগরপুর থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম খান অপু, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি বাহালুল খান বাহার, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, থানা পুলিশ সদস্যসহ ১২ ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
CBALO/আপন ইসলাম