সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীণ নারীরা স্বাবলম্বী হয়ে উঠছে এবং নিজেদের স্বাবলম্বী করে তোলার স্বপ্ন দেখছেন । রোববার সদর উল্লাপাড়া ইউনিয়নের পংরৌহার গ্রামীন সড়কপথ মেরামতে আর ই আর এম পি-৩ কর্মসূচিতে ১০ জন নারীকে কাজ করতে দেখা গেছে। অনেকেই দক্ষ কর্মী হয়ে নানা পেশায় কাজ করছে। পশু পালন,দর্জিগিরি কাজে জড়িতদের সংখ্যা বাড়ছে। সড়ক পথে মাটি কাটা, ধান চাতালে শ্রমিকের কাজ অভাবী ঘরের অনেক নারী করছে। এসব কাজ করে এরা নিজেদের স্বাবলম্বী করে তোলা ও সংসারের বাড়তি আয় করছে। আগামীকাল (সোমবার) ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
উল্লাপাড়ায় মহিলা বিষয়ক অধিদফতর ও বিভিন্ন কারখানায় প্রশিক্ষণ নিয়ে গ্রামীণ বসতি নানা বয়সি অনেক নারী বাড়ীতে দর্জি কারখানা করেছে। নিজে কাজ করার পাশাপাশি এলাকার আগ্রহী অন্য নারীদেরকে সুযোগ করে দেওয়ায় অনেকেই কাজ করে আয় করছে।
উল্লাপাড়ায় এলজিইডি’র পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী -৩ ( আর ই আর এম পি) তে ১৪ টি ইউনিয়নে গ্রামীণ বসতি ১শ ৪০ জন নারী কাজ করছে। প্রতি ইউনিয়নে তিন বছর মেয়াদী এ কর্মসূচীতে ১০ জন করে দিন হাজিরায় কাজ করছে। প্রতিজনের দিনের মজুরী ২শ ৫০ টাকা।এর মধ্যে ৮০ টাকা তাদের হিসাবে খাতে সঞ্চয় বাবদ জমা রাখা হয়। এ সঞ্চয়ের টাকা তিন বছর পর তাতেরকে ফেরত দেয়া হবে।
এদের একজন চায়না খাতুন জানান, সংসারের বাড়তি আয়ে তার মত অন্যরা কাজ করছে । নিজেদেরকে স্বাবলম্বী করার পথে তারা সবাই পরিশ্রম করছে।
CBALO/আপন ইসলাম