তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,আমরা যখন স্কুলে পড়া লেখা করেছি তখন বঙ্গবন্ধুর ভাষন সম্পর্কে জানতে পারি নাই। ৭ মার্চের এই ইতিহাস থেকে আমরা পিছিয়ে ছিলাম। মহান জাতীয় সংসদে আমিও প্রথম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন পাঠ্য পুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম। বর্তমান রাষ্ট প্রতি আব্দুল হামিদ স্যার তৎকালীন সময়ে মহান সংসদের স্পিকার ছিলেন। মাননীয় প্রধান মন্ত্রী আমার এই প্রস্তাবকে সর্মথন দিয়ে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ পাঠ্য পুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। এখন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্পর্কে জেনে সঠিক ইাতহাস বুঝতে পারছে। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ র্মাচ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক,উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
CBALO/আপন ইসলাম