পাবনার ভাঙ্গুড়ায় সাব্বির জামান(২৪) ও তার মা স্বপ্না খাতুন(৪০) কে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে। শুক্রবার(৫ মার্চ) দুপুরের দিকে পৌর সদরের পুরাতন এস আর পাড়ায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত সাব্বির জামান এর চাচা কামরুজ্জামান। থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর সদরের ৩ নং পুরাতন এস আর পাড়ার বাসিন্দা মো. রবিউল করিম এর সাথে প্রতিবেশী প্রতিপক্ষ মো. মজনুর রহমানের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই পুরাতন বিরোধের জের ধরে গত শুক্রবার মোঃ. মজনু মিয়া পিতা মৃত জামান মিয়া ও তার ছেলে ইমন মিলে ওই বিরোধপূর্ণ জমিতে খুঁটি গারতে থাকে। এসময় সাব্বির জামান এর চাচা কামরুজ্জামান নিষেধ করলে তখন তারা কামরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।
এর এক পর্য়ায়ে দুপুরের দিকে তার ভাতিজা সাব্বির জামান বাড়িতে আসে এবং জমির মধ্যে খুঁটি গারার কারণ জানতে চাইলে কালিবাড়ি এলাকার বাসিন্দা তানজিলের নেতৃত্বে ৯/১০ জনের একটি সংগবদ্ধ দল লাঠিসোটা নিয়ে সাব্বির জামানকে এলোপাথারি মারধর করতে থাকে। এসময় সাব্বিরের চিৎকারে তার মা স্বপ্ন খাতুন এগিয়ে আসলেও তাকেও এলোপাথারি মারধর করে পালিয়ে যায়। এসময় স্বপ্ন খাতুন এর মাথা কেটে যায় এবং সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে ছিলে ফুলে যায়। পরে তার পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমম্পেক্সে মহিলা ওয়ার্ডে স্বপ্না খাতুন ও তার ছেলে সাব্বির জামানকে চিকিৎসার জন্য ভর্তি করেন। ঘটনার বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বরাত আলী বলেন, পুরাতন এসআর পাড়ার বিরোধের বিষয়টি উভয় পক্ষকে নিয়ে শান্তির লক্ষ্যে আলোচনা চলছে । অভিযোগ স্বীকার করে ভাঙ্গুড়া থানার এস আই মোদাচ্ছের হোসেন খাঁন বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম