শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে গণপরিবহনের যাত্রী সেবায় লঞ্চ ও বাস মালিকদের সাথে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুন, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন শেষে ৩১ মে থেকে সরকারী নিদ্ধান্ত অনুযায়ি শিথিল করে সীমিত আকারে যাত্রী পরিবহনের সিদ্ধান্তর ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লঞ্চ, বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সমš^য়ে সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সবঅপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজীব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু, সদর উপজেলা চেয়ারম্যান এবং লঞ্চ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, কোতোয়ালি মডেল থানা এসি মোঃ রাসেল, রুপাতলী মিনিবাস মালিক সমিতির সভাপতি, নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ঠরা। সভায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিবেচনা করে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে় আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করতে হবে। বাস এবং লঞ্চ যাতওার পূর্বে অবশ্যই জীবানুনাশক পানি স্প্রে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সকল যাত্রীকে মাক্স এবং যথাযথ সুরক্ষার সামগ্রী ব্যবহার করতে হবে। কোন যাত্রী বা পরিবহন এর সাথে সংশ্লিষ্ঠ ব্যক্তিরা মাক্স ব্যবহার না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে হবে। গাডীর সাথে রুট হিসেবে নির্ধারিত ভাড়ার তালিকা লাি য়ে রাখতে হবে। বাসের ক্ষেত্রে পূর্বনির্ধারিত ভাড়ার সাথে সীমিত সময়ের জন্য বর্তমান প্রস্তাবিত ৬০ভাগ ভাড়া বৃদ্ধির বেশী আদায় করা যাবে না। ৬০ ভাগের অধিক ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লঞ্চের ক্ষেত্রে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন করতে হবে। যাত্রার পূর্বেই যাত্রীদের কেবিন এবং ডেকের টিকিট সংগ্রহ করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে ডেকে বসার ব্যবস্থা করতে হবে। লঞ্চ টার্মিনালের বাইরে ডেকের যাত্রীদের জন্য আলাদা ভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা করতে হবে। অসুস্থ যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকতে হবে। সংশ্লিষ্ঠ দপ্তরসহ আইন শৃক্সখলা বাহিনী মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। উপরোক্ত সিদ্ধান্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেও বলেও সবায় সকলকে অবহিত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।