সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোখাদ্যের খড়ের দাম তিন দিনে মণপ্রতি ১শ ৫০ টাকা বেড়েছে। একমণ খড়ের এখন দাম হয়েছে ৮শ টাকা। এছাড়া আঁটি বাধা খড় বিক্রি হচ্ছে । একশো আঁটি খড়ের দাম আটশো টাকা। এলাকার খড় ব্যাবসায়ীদের বক্তব্য মোকামেই এর দাম বেড়েছে ।
উল্লাপাড়ায় বহু সংখ্যক গোখামার রয়েছে। এছাড়া গ্রামগুলোয় গৃহস্থ প্রায় প্রতিটি পরিবারে দু’চারটি করে গরু লালন পালন করা হচ্ছে। গরু লালন পালন করছে অথচ নিজেদের আবাদের খড়ের মজুত শেষ হয়ে গেছে এরাই খড় কিনছেন। পাশাপাশি খামারীরা গোখাদ্যের খড় কিনছেন। উপজেলা সদরের বাখুয়া বিশ্বরোড , কাওয়াক মোড় , ঝিকিড়া ওয়াপদা এলাকাসহ আরো ক’জায়গায় ব্যাবসায়ীরা সারা বছরই খড় বিক্রি করে থাকেন।
খোজ নিয়ে জানা গেছে, গত দিন তিনেক আগেও একমণ খড় ৬ শ ২০ টাকা থেকে সাড়ে ৬শ টাকায় কেনাবেচা হয়েছে। এখন তা ৭ শ ৮০ টাকা থেকে ৮ শ টাকায় কেনাবেচা হচ্ছে । একইভাবে আঁটি ( মুঠো বাধা ) খড়ের দাম বেড়েছে। এখন একশো আঁটি খড় বিক্রি হচ্ছে ৮ শ টাকায়। এক আঁটি খড়ের দাম ৮ টাকা। গত তিন দিন আগে ৬ শ ৫০ টাকায় একশো আঁটি খড় বিক্রি হয়েছে।
ঝিকিড়া ওয়াপদায় খড় কিনতে আসা বেশ ক’জনের মধ্যে আলম , নজরুল ইসলাম , মানিক মিয়া বলেন , তাদের মজুত খড় ফুরিয়ে যাওয়ায় এখন কিনে গরুকে খাওয়াতে হচ্ছে । তবে খড়ের দাম বাড়তে থাকা আর খড়ের বেশী দামে গরু লালন পালনে তাদের মাঝে আগ্রহ কমে আসছে ।
খড় ব্যাবসায়ী মোঃ বারিক জানান, নঁওগা জেলার বিভিন্ন এলাকা থেকে তিনিসহ এখানকার ব্যাবসায়ীরা খড় কিনে এনে বিক্রি করছেন। তাদের মোকাম নঁওগা এলাকায় খড়ের দাম বেড়েছে । তাদেরকে সেখান থেকে বেশী দামে কিনতে হচ্ছে বলে এখানে বেশী দামে বিক্রি করতে হচ্ছে । উল্লাপাড়া অঞ্চলের মাঠগুলোয় ইরি ধান ফসল কাটা শুরু হলে তখন খড়ের দাম কমবে বলে ব্যাবসায়ীরা জানান।
CBALO/আপন ইসলাম