পাবনা থানা সহ পাবনা জেলায় বিগত কয়েক মাসে কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটার প্রেক্ষীতে পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং সার্বিক তত্বাবধানে ওসি পাবনা থানা ও সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চোরদের গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম, সদর পুলিশ ফাঁড়ী, সঙ্গীয় অফিসার ফোর্স এর সমন্বয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষে পাবনা থানা সহ পার্শবর্তী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আমির হোসেন প্রান্ত (২৫), পিতা-মোঃ আকরাম হোসেন, সাং-আটুয়া হাউজ পাড়া, থানা ও জেলা-পাবনা, বর্তমানে শ্বশুর কালু খলিফা, সাং-নয়নামতি পশ্চিম পাড়া, থানা ও জেলা-পাবনা, ২। মোঃ হৃদয় বিশ্বাস অপু (২৪) , পিতা-মৃত সেকেন্দার আলী বিশ্বাস, ৩। মোঃ বাদশা আলম (২২), পিতা-মোঃ লিয়াকত আলী মোল্লা, ৪। মোঃ অনিক খান (১৯), পিতা- মোঃ মোস্তফা খান, সর্বসাং-টাটিপাড়া, সর্ব থানা- পাবনা, ৫। মোঃ নয়ন হোসেন পাপ্পু (২০), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক

মোঃআবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক- পাবনা সদর পুলিশ ফাঁড়ী।
প্রাং, থানা- আতাইকুলা, সর্ব জেলা- পাবনাদের গ্রেফতার করিতে সক্ষম হয় এবং তাহাদের হেফাজত হইতে ১। একটি ১৫০ সিসি লাল রংয়ের পালসার মোটর সাইকেল, যাহার রেজি নং- ল-১১-৬১৮২, ২। একটি নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি কালো রংয়ের YAMAHA R15, V-3 মোটর সাইকেল, ৩। একটি ১৩৫ সিসি কালো রংয়ের DISCOVER মোটর সাইকেল, রেজি- ঢাকা- ল-১৭-৫৮৯৯, ৪। একটি ১৫০ সিসি নীল রংয়ের PULSER মোটর সাইকেল, রেজি- ঢাকা- ল-১১-২৪৮৬, উদ্ধার করা হয় । আসামীগণ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হইতে মোটর সাইকেল চুরি এবং চুরি করা মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল মর্মে জানা যায়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা রজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।