সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু দাউদ সরকার । তিনি চৌহালী ছাত্র লীগের সাবেক ভার, সভাপতি।
ইউনিয়ন ছাত্র লীগের সেক্রেটারি মোঃ জাকির হোসেন ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে ২৩৬ ভোট নিয়ে সভাপতি পদে ৪ জন ও জন সাধারণ সম্পাদক পদে ৩ জন মোট ৭ জন প্রার্থী ২ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাবেক সভাপতি আব্দুর রউফ সিরাজী সভাপতি পদে ৯৭ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আইয়ুব পান ১৭ ভোট,ও রহমান পেয়েছেন ০২ভোট।
এছাড়া সাধারন সম্পাদক পদে মোঃ মাসুম সিকদার পেয়েছেন ৯৭ ভোট তার নিকটতম প্রতিদন্দ্বি সিরাজুল ইসলাম ১১ ভোট পান।
বৃহস্পতিবার দিন ব্যাপী এই সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পুখুরিয়া কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। আব্দুর রউফ সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, , সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরকার, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, কামরুল হায়দার মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল কাহ্হার সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেন ভোটারা।
CBALO/আপন ইসলাম