মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সলঙ্গার হাটিকুমরুলে চার লেন সড়ক বাস্তবায়নে চলছে উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু সেতু পশ্চিম কড্ডা হতে রংপুর-বগুড়া পর্যন্ত চার লেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলছে উচ্ছেদ অভিযান। গত ২ দিন ধরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) মঙ্গলবার ও বুধবার সকাল থেকে হাটিকুমরুল রোড গোল চত্বরের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান বুধবার (৩ মার্চ) দুপুরে জানান, পূর্বেই হাটিকুমরুল রোডের চারপাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ সহ মাইকিং করেছিল কর্তৃপক্ষ। এ আহ্বানে সাড়া দিয়ে কিছু ব্যবসায়ী দোকান পাট,ব্যবসা প্রতিষ্ঠানের আসবাব পত্র, তৈজসপত্র সরিয়ে নিয়েছে। আবার অনেকেই তাদের দোকান-ঘর, প্রয়োজনীয় জিনিস পত্র,বিলবোর্ড সরিয়ে না নেয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর নেতৃত্বে এবং পুলিশের সহযোগীতায় এ সব উচ্ছেদ অভিযান শুরু করেছেন। তবে অনেক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিলবোর্ড মালিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের মুল্যবান জিনিস পত্র,মাল ছামানা সরিয়ে নেয়ার সুযোগ দেয়নি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।