সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে গ্রেফতার এক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ মার্চ, ২০২১

ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ৩৫ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুকব রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকদের জানান, তার নাম আনন্দ হাজরা (সন্তস) তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার পাঠাজাগির গ্রামের সুনিরাম হাজরার পুত্র। নিরাপত্তা বাহিনী ও ঘটনা স্থলে উপস্থিতরা জানান, ৩ মার্চ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন প্লাটফর্ম অতিক্রম করলে আসামী ট্রেনে পাথর ছুড়তে শুরু করে। এসময় ট্রেনের ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভেঙে যায়, ট্রেনের যাত্রীর কোন ক্ষতি হবার আগেই নওয়াপাড়া স্টেশনে কর্তব্যরত সিপাহী শিকদার সুমন, মান্নান মোল্লা ও আঃ সালাম তাকে ধরে ফেলে। নওয়াপাড়া রেলওয়ের এসআই সাইদুর রহমান রিপন আসামী সন্তসকে গ্রেফতারের বিষয় নিন্চিত করে বলেন, আসামীকে খুলনা চিপ ইনস্পেকটরের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।