পাবনার আটঘরিয়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকা সহ ৩০লাখ টাকা ক্ষতিসাধিত হয়েছে। গতকাল বুধবার ভোররাতে উপজেলা অভিরামপুর পশ্চিমপাড়া হাজীর বাড়ীতে এঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামের পশ্চিমপাড়া আলতাব হোসেন, গোলাম হোসেন রব, গোলাম মওলা ও মনির হোসেন বাড়ীতে ঐদিন ভোর রাতে সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুতের মধ্যে বসতঘর/রান্নাঘর/ গোয়ালঘর ভূষ্মিভূত হয়। এসময় ৩টি ছাগল, ধান, চাউল, সরিষাসহ প্রয়োজনী জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে বলেন, সর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগলে সাঘে সাথে আটঘরিয়া ফারায় সার্ভিস স্টেশনে ফোন করলে তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হলে তারা গাফিলতি করে আসেনি। পরে এলাকার লোকজন লোকজন শত চেষ্টা করেও আগুন নিভাতে পারিনেই।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
CBALO/আপন ইসলাম