পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন উলাট গ্রামের হত দরিদ্র দিন মুজুর আব্দুল মান্নান দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বর্তমানে তিনি টাকার অভাবে কোন চিকিৎসা নিতে পারছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন মান্নানের চিকিৎসার জন্য জরুরী সাত-আট ল¶ টাকার প্রয়োজন। কিন্তু তার পরিবারে তিনি ছাড়া উপার্জন করার মত আর কেউ না থাকায়, যেটুকু সম্পদ ছিল বিক্রি করে তিনি চিকিৎসা করেছেন । মান্নানের চিকিৎসার জন্য তার স্ত্রী মিনি খাতুন সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোছা. মিনি খাতুন ইসলামি ব্যাংক এজেন্ট ব্রাঞ্চ চিনাখরা শাখা সুজানগর পাবনা হিসাব নং-২০৫০৭৭৭০২৭০৬০৪৯১৬ যোগাযোগ- মুঠোফোন:-০১৭৮৭-৫৮৮৮৬৬
CBALO/আপন ইসলাম