বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনার টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার, নিবন্ধন ৪৫ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ মার্চ, ২০২১

 দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে মঙ্গলবার (২মার্চ) পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন নিবন্ধন করেছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। টিকাগ্রহীতাদের মধ্যে ৭৭৩ জনের শরীরে প্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ১৪ হাজার ৬৮০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ ও নারী ৪৬ হাজার ১৪১ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন ১৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহে এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রামে সাত লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহীতে তিন লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুরে তিন লাখ তিন হাজার ৭৮০ জন, খুলনায় চার লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশালে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১৭ হাজার ৩৩৫ জন করোনা টিকা নিয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৭৪০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে চার হাজার ৩০৬ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৬৬৯ জন টিকা নিয়েছেন।

২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।