এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। সামিয়া ১৪ নামক মেয়েটি শহরের পাথালিয়া বকুলতলা এলাকার আব্দুর সবুরের মেয়ে বলে যানাজায়। ২ মার্চ সকালে জামালপুর শহরের মনিরাজপুর মোড় এলাকার একটি মেহেগুনী গাছের বাগান থেকে রশীতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ । স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় ওই কিশোরীকে মেরে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে অথবা নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বাসায় ফেরার সময় প্রথমে লাশটি দেখতে পান গাছে ঝুলন্ত অবস্তায়। লাশ দেখে পরে থানা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ । বাড়ী হতে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে জনমনে প্রশ্ন এটি হত্যা নাকি আত্মহত্যা।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পযন্ত নিশ্চিত হওয়া যাবে না এটি হত্যা নাকি আত্মহত্যা।
CBALO/আপন ইসলাম