বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উপজেলার সেরা ফলাফলে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুন, ২০২০
 মোঃ আমজাদ হোসেন রতন নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
শতবর্ষ পরও ধরে রেখেছে তার ঐতিহ্য, ২০২০ সনের এসএসসির ফলাফলে উপজেলার সেরা স্থান দখল করে আছে, টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ২২৫ জন জেনারেল ও ভোকেশনাল ১৩৮ জন, শিক্ষার্থীর মধ্যে- ৩১(১৭+১৪)জন, জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে প্রতিষ্ঠানটি। মাত্র ১৯+২৯-৪৮ জন ফেল করলেও উচ্ছাসের কোন কমতি ছিল না।
ভয়াবহ করোনার থাবাকে উপেক্ষা করে সন্তানের ফলাফল জানার জন্য হুমড়ি খেয়ে পড়েন অভিভাবকরা। সন্তোষজনক ফলাফলে অনেকেই খুশি হয়েছেন বলে দেখা যায়।
প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও মননশীলতার সঠিক প্রয়োগ সহ শিক্ষার্থী, অভিভাবকদের সাথে নিবিড় সম্পর্কের কারণেই বছরের সেরা হয়ে উঠছে এ প্রতিষ্ঠানটি।
প্রতিটি শিক্ষার্থীর প্রতি নিরলস শ্রম রয়েছে, এখানকার শিক্ষক/শিক্ষিকাদের। অমনোযোগীদের প্রতি কঠোরতা এবং প্রকৃত মেধাবীদের প্রতি আলাদা দৃষ্টি দেবার ফলেই এমন সেরা হয়েছে প্রতিষ্ঠানটি। যোগ্য (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের নির্দেশ বাস্তবায়নে কোন রকমের পিছপা হননি প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
নিয়মিত দেখাশোনার জন্য রয়েছে আলাদা জনবল। এখানে কম্পিউটার ল্যাব, ডিজিটাল ক্লাশ রুম সহ আধুনিক বিজ্ঞানাগার রয়েছে।
 সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ বলেন, সঠিক দিক নির্দেশনা ফলো করা, ক্লাশ ফাঁকি না দেয়া, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখার ফলে প্রতিষ্ঠানটি উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো সম্ভব হয়েছে, আগামীতে আরও ভাল ফলাফল আসবে বলে আশাবাদী – ইনশাআল্লাহ। মোট পাশের হার জেনারেল ৯১.৫৬%, ভোকেশনাল ৭৮.৯৮%।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।