গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মাসিক সভা রবিবার দুপুরে পলাশবাড়ী প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি ফেরদাউস মিয়া, মুশফিকুর রহমান মিল্টন, নুরুল ইসলাম, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন প্রমুখ। এসময় কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রেসক্লাব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সভাপতি সম্পাদককে অনুরোধ জানান। এছাড়াও মাসিক আয় ও ব্যায় বিবরনী পেশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন যা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় সাগর রুনি ও বোরহান উদ্দিন মোজাক্কিরের হত্যার বিচার দাবী করে দেশে বিভিন্ন সময়ে গণমাধ্যমকর্মীদের হত্যা , নির্যাতন ও হামলা মামলার ঘটনাগুলোর তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
CBALO/আপন ইসলাম