মশা নিধন অভিযান উদ্বোধন করলেন চাটমোহর পৌর সভার মেয়র এ্যাডভোকেট সাখোওয়াত হোসেন সাখো। রবিবার মশা নিধন পৌর সভার ৬ নং ওয়ার্ড এলাকার শাহী মসজিদ মোড় থেকে এই অভিযান শুরু করা হয়। পৌরবাসী মশার কামড়ে ছটঁফট করেছে দীর্ঘ সময়। কিন্তু সুরাহা হয়নি কনো। তাই মেয়রের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এসময় পৌর সভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, রাজনৈতিক নেতা, পৌর কর্মকর্তা-কর্মাচারী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। এই চলমান অভিযানে দুটি ফগার ম্যাশিন দিয়ে পৌরসভার ৯ টি ওয়ার্ডে মশা নিধন অভিযান চলবে।
CBALO/আপন ইসলাম