টাঙ্গাইলের নাগরপুর সুদামপাড়ার মরহুম শামছুল হক মিয়া (নবা মুন্সী)রুহের মাগফিরাত কামনায়, হযরত মাও.মুহাম্মদ আ.মালেক ফারুকী এর সভাপতিত্বে ও মোসা.জয়গন নেছা ও মো.গোলাম মাওলা এর ব্যবস্হাপনায় ও হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদ হাসান এর পরিচালনায় ৯ টা থেকে বিকাল পর্যন্ত সুদামপাড়া নিম্ম মাধ্যমিক স্কুল মাঠে তৃতীয় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলীগড় সাংস্কৃতিক সংসদের ইসলামিক শিল্পীগণের ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে তাফসিরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির কুরআন, মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত, মুগডা বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব আল্লামা সাদিকুল রহমান আল আজহারী সাহেব (দা.বা) তাফসীর পেশ করেন।
CBALO/আপন ইসলাম