সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাএর সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে, নির্বাচন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে, প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্যে রাখেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে জয়ী হয়েছেন ফয়সাল কাদের রুমী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফয়সাল কাদের রুমী ২শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শফিকুল ইসলাম শফি ১শ ৪৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা ৩শ ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহিদুল ইসলাম ৭০ ভোট পেয়েছেন।
CBALO/আপন ইসলাম