সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাসপাতাল বেড হতে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার বেলা ২ টার দিকে। শিশুর নানী জয়নব (৫৭) জানান, আমার মেয়ে শবিতা (২০) এর প্রসব বেদনা উঠলে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর আজ শনিবার সকাল ৯ টার দিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় সামিউল। জন্মের পর হাসপাতাল বেডে আমার কাছ থেকে একটি বোরকা পরা মহিলা শিশু সামিউলকে কোলে নিয়ে আদর করতে থাকে। আমি বাথরুমে গেলে ফিরে এসে আর আমার নাতী শিশুকে পাই না। অনেক খোজাখুজি করেও না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি। চুরি হওয়ার শিশু জেলার তাড়াশ উপজেলার নওগা বাজার মাজেদের ছেলে।এ বিষয়ে হাসপাতালের ম্যানেজার জাকির হোসেন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক ভাবে পুলিশকে অবগত করি এবং সিসি টিভি ফুটেজে বোরকা পরা এক মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছে এমন ছবি সনাক্ত হয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,হাসপাতাল সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা করছি।
CBALO/আপন ইসলাম