ভালোবাসতে লাগেনা কভু
বিশেষ কোন দিন,
ভালোবাসতে হৃদয় লাগে
ওহে অর্বাচীন।
লাইলি- মজনু অমর তারা
সত্য প্রেমের জন্য,
ভালোবাসার মিথ্যে ফাঁদে
কেউ হয়োনা পণ্য।
যায়না শোধ করা কারও
ভালোবাসার ঋণ,
শুদ্ধ প্রেমেতে ভালোবাসা
থাকে যে চিরদিন।
CBALO/আপন ইসলাম