৫-ম ধাপে একযোগে জামালপুর জেলার ৪-টি পৌরসভা নির্বাচন হওয়ারকথা থাকলেও জেলার দেওয়ানগঞ্জ পৌরসভায় নির্বাচন স্হগিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।
পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২৬ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
দেওয়ানগঞ্জের নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ নির্বাচন স্থগিত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন এবং ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪০ জন পুরুষ ও ১৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে চার প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস ফারিন হোসেন দিদার, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মো. শাহ্ নেওয়াজ শাহেন শাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ নুরনবী ও বিএনপি মনোনীত সাদেক আক্তার নেওয়াজী।
CBALO/আপন ইসলাম