জামালপুর জেলার মেলান্দহ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫-সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক সাংবাদিক কামরুজ্জামান কানু কে আহবায়ক করেন। (সাবেক কমিটির) সভাপতি সাংবাদিক আজম খান সাহেবের সভাপতিত্বে সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক রমজান আলী, সাংবাদিক সোলাইমান হোসেন উজ্জল, সাংবাদিক বাকিরুল, সাংবাদিক খোরশেদ আলম সহ সাংবাদিক ১৩-জনার সর্বসন্মতিক্রমে এক আলোচনা সাপেক্ষে সন্মানিত সকল ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের এক আলোচনার মধ্যোদিয়ে ২৬-ফেব্রুয়ারি বিকেল ৩-টায় মেলান্দহ প্রেসক্লাবের ভবনে সকল সাংবাদিক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভির ষ্টাফ রিপোর্টার কামরুজ্জামান কানু কে আহবায়ক করেছেন। তিনার আরো কিছু অনলাইন মিডিয়া ও পত্রিকাও রয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনায়।
CBALO/আপন ইসলাম