টাঙ্গাইলের মধুপুরে গরু চুরির অপরাধের দায়ে ৪ জনকে আটক করেছেন মধুপুর থানা পুলিশ।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধুপুর উপজেলার কাইতকাইত এলাকার মতিয়ার রহমানের বসতঘরের পূর্ব পাশ্বে গোয়াল থেকে ০৫ টি গরু চুরি করার অপরাধে চারজনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামের ইউনুসের ছেলে বাবু মিয়া (৩৫), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে আকাশ খলিফা (২২), ভুয়াপুর থানার সিরাজকান্দি গ্রামের হামিদুল ইসলাম (৩৫), মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের চান মিয়ার ছেলে মনির বাবু (২০)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদেরকে গরু চুরি মামলায় গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
CBALO/আপন ইসলাম