মঙ্গলবার , ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

সম্প্রতি নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার(২৬/২) সকাল ১০টায় অত্র ক্লাবের সম্মুখে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মো: খায়রুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়্যিদ আহমদ রাফি, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রেজাউল করিম বাবুল, শাহেদ আহম্মেদ সৌরভ, টিটন দাস, খানজাহান আলী চৌধুরী, হেবজুল বাহার, কাওছার আলম ভূঁইয়া অপু, আনোয়ার হোসেন, শুভ চক্রবর্তী প্রমুখ ।

 

অনেক। বক্তারা বলেন, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, এটাই স্বাভাবিক। একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। কিছু স্বার্থান্বেষি ব্যক্তির কারনে আজ সারাদেশের সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে । জাতির বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না। এসময় সংবাদকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত নোয়াখালীতে গুলিতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।