আশিক সরকার, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণগুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এবং সচেতনের যৌথ আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডি’র প্রমোটিং পিচ এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণগুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজের সভাপতিত্বে ও সচেতনের ফিল্ড অফিসার সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম নাদিরা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, সচেতনের প্রোগ্রাম কো অর্ডিনেটর ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি