আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু’সন্তানের জননী গৃহবধু পপি রাণী হালদার (২৭) ফাসিতে ঝুলে আত্ম হত্যা করেছে। মডেল থানা পুলিশ লাশ উদ্বার করে আজ বুধবার ময়নাতদন্তে মর্গে পাঠিয়েছে ।
মডেল থানা সুত্রে, উল্লাপাড়া পৌর এলাকা ঝিকিড়া মহল্লার খোকন হালদারের সাথে পপি রাণী হালদারের প্রায় দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পপি রাণী হালদার নিজ বসতঘরে ফ্যানের সাথে ফাসিতে ঝুলে আতœহত্যা করে। সে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ।
মডেল থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, কি কারণে সে আতœহত্যা করেছে তা সঠিক করে জানা যায়নি। রাতেই লাশ উদ্বার করে আজ বুধবার ময়নাতদন্তে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উল্লাপাড়ায় গৃহবধু পপি’রে আত্ম হত্যা
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১