ভাষা শহিদদের স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারী মাস। তাই রবিবার অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে পালন করেছে সিরাজগঞ্জের সলঙ্গার স্বেচ্ছাসেবি সংগঠন ” স্বপ্ন সিরাজগঞ্জ শাখা”। ভাষা শহিদদের শুদ্ধা জানাতে উক্ত সংগঠনের আয়োজনে সকালে সলঙ্গা থানা সদর ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সম্মানীত উপদেষ্টা মন্ডলীগন ছাড়াও উপস্থিত ছিলেন, “স্বপ্ন সিরাজগঞ্জ শাখা’র কার্যকরি কমিটির সহ সভাপতি কে,এম মহিউদ্দিন, শাখা পরিচালক আশিক ইকবাল বাবু,সহকারী পরিচালক আব্দুল মালেক,সাধারন সম্পাদক কে,এম জাহিদুল ইসলাম জাহিদ,সহ সাধারন সম্পাদক হেলাল উদ্দিন,সমাজ কল্যাণ সম্পাদক প্রভাষক কে,এম আহসান হাবীব,প্রচার সম্পাদক আবদুস ছালাম,যুব ও ক্রীড়া সম্পাদক হীরা সরদার, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সহ অনেকে। এ ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে অস্থায়ী কার্যালয় কদমতলা চত্বর হতে একটি রেলী বের করে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
CBALO/আপন ইসলাম