শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে অংশ নিতে জনগনের দ্বারে দ্বারে গন সংযোগ করছেন রুবিনা আজাদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

“পরিবর্তনের পক্ষে উন্নয়নের লক্ষে এই শ্লোগানকে সামনে রেখে অগ্রধিকার ভিত্তিতে স্থানীয় উন্নয়নসহ অসহায় ও শ্রমজীবি মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দিতা করতে গণ সংযোগে ব্যস্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান, স্থানীয় আওয়ামী লীগ নেত্রী, নারী সাংবাদিক রুবিনা আজাদ। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২নং বাকাল ইউনিয়ন পরিষদের সংরতি ১,২,৩নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনী মাঠে সরব রয়েছেন নারী প্রার্থী রুবিনা আজাদ।

নির্বাচন কমিশন তফসীল ঘোষণা না হলেও ইতোমধ্যেই নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রতিদিন গণসংযোগ করে ভোটারদের দোয়া ও আশির্বাদ চেয়ে লিফলেট বিতরণ করে আসছেন তিনি। বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুল্লশ্রী গ্রামের স্থায়ী বাসিন্দা রুবিনা আজাদ আগৈলঝাড়া প্রেসকাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমানের সহধর্মিনী ও ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিকদারের কন্যা। লড়াই সংগ্রামের জীবন মাধ্যমে স্নাতক পাশ করে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রকল্পের আওতায় তৃণমুল পর্যায়ে কাজের মাধ্যমে সবার আস্থা ও বিশ্বস্ততার আপনজন হিসেবে সর্বত্র নিজেকে পরিচিত করেছেন রুবিনা আজাদ।

 

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রুবিনা আজাদ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দাদিরদ্রমুক্ত দেশ গঠনে একজন কর্মী হিসেবে সন্ত্রাস, মাদক ও জঙ্গীমুক্ত দেশ গঠনের অঙ্গিকার নেয়া বাংলাদেশ আওয়ামী লীগের বাকাল ১নং ওয়ার্ড শাখার মহিলা বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে প্রতিষ্টিত করেছেন উপজেলার একমাত্র নারী সংবাদ কর্মী হিসেবে।

নিজ এলাকার ভোটারসহ সকলের দোয়া প্রার্থী রুবিনা আজাদ বলেন- নিজের মেধা, সহনশীলতা ও তৃণমুলে বিভিন্ন কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সর্বদা নিজেকে প্রস্তুত রেখে দক্ষিণ বাংলার একমাত্র অভিভাবক, মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান, মুক্তিযোদ্ধা সংগঠক, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র নির্দেশিত একজন মাঠ কর্মী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে তা বাস্তবায়নের জন্য জনগনের পাশে থাকাই আমার জীবনের মূল ল্য ও উদ্দেশ্য। নির্বাচনে দোয়া প্রার্থী রুবিনা আজাদ তাঁর এলাকার ভোটারদের কাছে সকল ভোটারদের কাছে আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।