ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁও কর্তৃক একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (রবিবার) রুহিয়া থানা চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমানের তত্ত্বাবধানে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম অগ্নি নির্বাপণ মহড়ায় অংশ নেন।
অগ্নিনির্বাপণ মহড়ার আগে থানা হল রুমে স্টেশন অফিসার মফিদার রহমান ওসি চিত্ত রঞ্জন রায় সহ সকল পদবীর পুলিশ সদস্যদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে ব্রিফিং দেন।
অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ায় অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের ষ্টেশন অফিসার মফিদার রহমান সহ তার দলকে ধন্যবাদ জানান ।
CBALO/আপন ইসলাম