সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাটমোহরের লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

পাবনার চাটমোহরের লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহার আলীর বিরুদ্ধে করণিক কাম কম্পিউটার অপারেটার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। মো. তোরাব আলী নামক এক আবেদনকারীর নিকট থেকে বিশেষ সুবিধা নিয়ে নিয়োগ দিতে তিনি উঠে পড়ে লেগেছেন এমন অভিযোগ এনে বিদ্যালয়টির সভাপতির বরাবরে করণিক কাম কম্পিউটার অপারেটার পদে ৮ জন আবেদনকারী লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মোজাহার আলী নিজে বিশেষ সুবিধা নিয়ে চাকুরী প্রার্থী মো. তোরাব আলীকে নিয়োগ দিতে লাঙ্গলমোড়া বাজার ও প্রার্থীর নিজ বাড়িতে একাধিক গোপন বৈঠক করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতিকে বাদ দিয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

লাঙ্গল মোড়া উচ্চ বিদ্যালয়ে করণিক কাম কম্পিউটার অপারেটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে ১৪ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৮ জন প্রার্থীর অভিযোগ, প্রধান শিক্ষক মো. মোজাহার আলী তোরাব আলীর সাথে গোপনে বৈঠক করে নিয়োগ প্রদানের ক্ষেত্রে অস্বচ্ছতা ও দুরাভিসন্ধিতে ব্যস্ত আছেন । পাশাপাশি প্রার্থীরা স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ চেয়ে সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তাদের মধ্যে বর্তমানে চাপাক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো. রায়হান সরদার বলেন,প্রধান শিক্ষক মো. মোজাহার আলী একজন অযোগ্য ও দুর্নীতিবাজ ব্যক্তি। তার অযোগ্যতা ও সীমাহীন দুর্নীতির কারনে বিদ্যালয়টি এখন ধ্বংসের পথে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে মো . মোজাহার আলী বলেন একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।

এব্যপারে বিদ্যালয়টির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, নিয়োগ প্রত্যাশী ৮ প্রার্থী প্রধান শিক্ষকের অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে প্রধান শিক্ষক মো. মোজাহার আলী ম্যানেজিং কমিটির কোন কথা না শুনে তিনি একক সিধান্তে মো. তোরাব আলীকে নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছেন।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।