সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ আয়োজনে অংশ হিসেবে শনিবার বিকেল আড়াইটায় উল্লাপাড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি যৌথভাবে এই ম্যারাথন দৌড়ের আয়োজনে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।
উদ্বোধনী পর্বে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, বঙ্গবন্ধু সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার জুয়েল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া, আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমি, ছাত্র লীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।
CBALO/আপন ইসলাম