জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা শুরু হয়েছে।২০ ফেব্রুয়ারি দুপুরে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে এসআরিটসিএলের আয়োজনে এ শিল্পমেলার উদ্বোধন করেন পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা।
সংগঠনটির জেলা সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ( বিপিএম পিপিএম বার) অতিরিক্ত এসপি (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার, আবু সুফিয়ান, মো: সুমন মিয়া সি:এ এস পি সার্কেল ইসলামপুর, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সামিউল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম খান, বকশীগঞ্জ থনার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
এই শিল্পমেলায় ৮০টি স্টল স্থান পেয়েছে। এখানে পাওয়া যাবে সব ধরনের বস্ত্রপণ্য, কসমেটিকস ও ক্রোকারিজ। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রাইডার্স ও সার্কাস।
CBALO/আপন ইসলাম