সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ১১ দিন করোনা টিকা গ্রহন করেছেন ২৩ হাজার ২৯০ জন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
করোনার টিকা নিতে দিন দিন নীলফামারীর সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। জেলার ৬টি সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বেড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গণটিকাদান কর্মসূচির ১১ দিনে বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি)পর্যন্ত জেলায় মোট টিকা নিয়েছেন ২৩ হাজার ২৯০ জন। আজ নীলফামারী জেলার ৭টি কেন্দ্রে করোনার টিকা গ্রহন করেছেন ৩ হাজার ৩০০ জন। এর মধ্যে নারী ১ হাজার ১৪৯ জন। গতকালের চেয়ে আজ ৫৬০ জন বেশী টিকা নিয়েছেন। গত ৭-১৮ ফেব্রুয়ারী ১১ দিনে জেলার করোনা টিকা প্রদান অনুযায়ী ৭২৪২ জন নারী সহ মোট টিকা গ্রহন করেছেন ২৩হাজার ২৯০ জন।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন,গত ১১ তারিখ পর্যন্ত জেলা সদরে ৮৬০ জনের মধ্যে নারী ২৫৭ জন, সৈয়দপুরে ৫২০ জনের মধ্যে নারী ১৬৮ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১০০ জনের মধ্যে নারী ৪ জন, ডোমারে ৩৪০ জনের মধ্যে নারী ১৪০ জন, ডিমলায় ২২০ জনের মধ্যে ৪৭ জন নারী, জলঢাকায় ২১০ জনের মধ্যে ৬৫ জন নারী ও কিশোরীগঞ্জে ২০০ জনের মধ্যে ৬৭ জন নারী সহ মোট ২ হাজার ৪৫০ টিকা গ্রহন করেন।
উল্লেখ্য: জেলায় পাওয়া গেছে ৬০ হাজার ডোজ টিকা। যা প্রদান করা হবে দুই দফায় ৩০ হাজার জনকে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ। 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।