পাবনায় নগদের পক্ষ থেকে ঈদ ক্যাম্পেইন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে শহরের রাধানগর জেলা মার্কাস মসজিদের সামনে সুজুকির হারুন মটরস শোরুমে বাশুরি টেইলার্সের প্রোপাইটার মো. নজরুল ইসলামের কাছে এ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগদের রিজিওনাল বগুড়া সেলস ম্যানেজার মোস্তফা আমির মিসকাত, নগদের এরিয়া সেলস ম্যানেজার মো. রফিকুল ইসলাম, টেরিটরি অফিসার পাবনা সদর সামিউল ইসলাম, এন.এম.ডিস্টিবিউটর হাউজের মো. মামুনুর রহমানসহ প্রমুখ।
CBALO/আপন ইসলাম