সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আলমডাংগা পৌর নির্বাচনে বিজয়ী মেয়র কে এমপি ছেলুন জোয়ার্দারের ফুলেল শুভেচ্ছা ও বিনিময়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাসান কাদির গনু ৪ র্থ বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলীর চেয়ে ১৫২৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে চুয়াডাঙ্গা- ১ আসনের এমপি ছেলুন জোয়ার্দ্দার বিজয়ী মেয়র হাসান কাদির গনুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে,আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন-২০২১ বিচ্ছন্ন কিছু ঘটনা ছাড়া শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ভোট গননায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাসান কাদির গনু নৌকা প্রতিক নিয়ে ৭৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মো: সবেদ আলী পেয়েছেন ৬১২৩ ভোট।এছাড়াও বিএনপির প্রার্থী মীর মহি উদ্দিন ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৩১৫৮ ভোট। তবে বিএনপি প্রার্থী মীর মহি উদ্দিন বেলা ১ টার দিকে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এদিকে বিজয়ী হওয়ার পর নব নির্বাচিত মেয়র রাতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারের ছেলুনের সাথে দেখা করলে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।