ভালোবাসা দিবসে রুম ডেটিংয়ের নামে প্রেমিকাকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় প্রেমিক এমরান সরদার (২১)কে জেলহাজতে প্রেরন করেছে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার উপপরিদর্শক মোঃ হযরত আলী শহরের পূর্ব চাদকাঠি ব্রাক মোড় এলাকা থেকে ধর্ষক এমরানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এরআগে মঙ্গলবার সকালে ঝালকাঠি থানায় নির্যাতিতার মা মোসাঃ দিপা ওরফে আখি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশােধনী) ২০০৩ এর ৯ (১) ধরায় মামলা নং -১৫ দায়ের করেন।
মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, বিগত ৮মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিম (১৪) এর সাথে নলছিটির কান্ডপাশা গ্রামের মোঃ আলমগীর সরদারের পুত্র এমরান সরদারের সাথে পরিচয় হয় এবং বিভিন্ন সময় বাদীনির অজান্তে কথাবার্ত বলে আসছে। গত ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে উপলক্ষে (ভালোবাসা দিবস) বিকাল সাড়ে ৪টায় বাদিনী ও তার স্বামী তাদের মালিকানাধীন চায়ের দোকানে গেলে খালি বাসায় ভিকটিমের সাথে দেখা করতে আসে। রাত ৭.৪৫মিঃ দিকে বাদিনীর দোকানে এসে ছোট ছেলে হৃদয় (৭) বাসায় এক ভাইয়া এসে আপুকে নিয়ে পিছনের রুমে গেছে বলে জানালে বাদীনী দৌড়ে এসে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষনরত অবস্থায় দেখে ডাক-চীৎকার করে। এসময় ধর্ষক এমরান সরদার দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক মোঃ হযরত আলী জানায়, আসামীকে গ্রেপ্তর করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি মোঃ খলিলুর রহমান জানায়, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগ পেয়েই মামলা রুজু করা হয়েছে। পুলিশ দ্রুতো অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
CBALO/আপন ইসলাম