সাতক্ষীরায় কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ,৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ যুবক আটক হয়েছে। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়। মঙ্গলবার (১৬ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা বটতলা এলাকার ইটভাটা সংলগ্ন রাস্তার উপর থেকে এ ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটক যুবকদ্বয় হলেন-যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছোট খোকার ছেলে সাইদুর রহমান ওরফে সাঈদ (২১), একই গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহাবুবর রহমান (২৪) ও উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ (৪০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীরের দিক নির্দেশনায় থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একদল মাদক ব্যবসায়ী নছিমন যোগে ফেনসিডিল নিয়ে যশোর অভিমুখে দিকে যাচ্ছে। এ সময় থানার আবুল হাসান সিকদার ও এএসআই কামাল হোসেনের নেতৃত্বে ৩ যুবক সহ নছিমনটি আটক করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন জানান-নছিমনটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ২শ,৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়। এঘটনায় ওই ৩ যুবক কে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
CBALO/আপন ইসলাম