পাবনার ভাঙ্গুড়া উপজেলা অষ্টমনিষা শ্রী শ্রী কালীবাড়ি নাট মন্দিরে ফ্রেন্ডশিপ ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পুজা। বৃহস্পতিবার সকাল ১০ টায় সনাতন ধর্মালম্বী মন্দিরে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।সেই সাথে পুজা উপলক্ষে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, দেবী সরস্বতী বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর সুরের আরাধ্য দেবী। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী আসেন জগতে ভক্তদের পুজা প্রহনের জন্য। ভক্তরা আরাধ্য দেবীর পুজা করেন ভক্তির সাথ মহাসাড়ম্বরে। পুজার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সনাতন ধর্মাবলম্বীরা স্থাপন করেছিল পুজার ঘট ও প্রতীমা। যার মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা সূচিত হয়।
বৃহস্পতিবার ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বাণী অর্চণা। অঞ্জলী প্রদানকারীরা উপবাস থেকে পুরোহিতের সাথে কন্ঠে মিলিয়ে উচ্চারন করেন-‘‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহুতে।’ এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পুজার আচার পালন করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভক্তরা।
পূজা শেষে মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়েছে মন্দিরে আগত ভক্ত আর দর্শনার্থীদের মধ্যে। সরস্বতী পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষা বাণী অর্চনাসহ শেষে ধর্মীয় অনুষ্ঠানে সাথে সন্ধ্যা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও আলোকসজ্জা করে এবং পরের দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
CBALO/আপন ইসলাম