কামরুজ্জামান কানু #:এ নির্বাচনে জামালপুরের মেলান্দহে জয় হয়েছে নৌকার। এর আগেও মেলান্দহের পৌর চেয়ারম্যান হয়েছেন মেয়র শফিক জাহেদী রবিন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তিনি ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট। উপজেলা নির্বাচন অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন।
মেলান্দহ পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন (নৌকা) , বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার (ধানের শীষ) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, বিজিবি ৩ প্লাটুন ও র্যাবের ৪টি টহল টিম।
চতুর্থ ধাপের ৫৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের জয়জয়কার হয়েছে। এ নির্বাচনের ৪৬টিতে আওয়ামী লীগ ও একটিতে জয় পেয়েছে বিএনপি। আর চার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। একটি স্থগিত, আরেকটিতে আওয়ামী লীগ এগিয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর দুটির ফলাফল পাওয়া যায়নি।
CBALO/আপন ইসলাম