পাবনা বেড়া প্রতিনিধি: সমবায় শক্তি সমবায় মুক্তি এই স্লোগাকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারী রবিবার বেড়া পৌর কমিউনিটি সেন্টার পৌর ভবনে উপজেলা শিক্ষক কর্মচারীদের আয়োজনে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ৪র্থ বার্ষিক সাধারন সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিনএর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বাতেন,মেয়র বেড়া পৌরসভা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মি.বাবলু রেনাতোস কোড়াইয়া,ডিরেক্টর কালব,রাজশাহী,মেহেরপুর বরেন্দ্র চলন’খ’ অঞ্চল। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রহমান মিয়,জেলা ব্যাস্থাপক কালব পাবনা ,সিরাজগঞ্জ ও নাটোর জেলা। কোরবান আলী,জেলা প্রোগ্রাম অফিসার কালব পাবনা,সিরাজগঞ্জ,মিজানুর রহমান উপজেলা সমবায় অফিসার বেড়া পাবনা, খবির উদ্দিন উপজেলা মাধ্যমিক অফিসার বেড়া পাবনা,তোফাজ্জল হোসেন উপজেলা শিক্ষা অফিসার বেড়া পাবনা।
CBALO/আপন ইসলাম