শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ গোপালপুর পৌরসভা নির্বাচন কে হচ্ছে পৌর পিতা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
আজ রোববার ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাধারণ নির্বাচন। কে হতে যাচ্ছে পৌর পিতা, কাহারা  হতে যাচ্ছেন পৌর কাউন্সিলর।
এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগ, বিএনপি ও আ.লীগ-বিএনপির স্বতন্ত্র মেয়রপ্রার্থী। নির্বাচন তফসিল অনুযায়ী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে মাধ্যমে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এ নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা হলেন- আওয়ামীলীগ থেকে মনোনীত (নৌকা) প্রতীক উপজেলা আওয়ামীলীগের সাবেক  সম্পাদক ও বর্তমান মেয়র রকিবুল হক ছানা, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকে উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও আওয়ামী লীগের বিদ্রোহী (নারিকেল গাছ) প্রতীকে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কেএম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি বিদ্রোহী (জগ) প্রতীকে  খন্দকার শাজাহান আলী।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান-‘এ পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর প্রার্থী ৪১ জন ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। পৌরসভায় ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৩৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ১০২ জন ও নারী ভোটার রয়েছে ২০ হাজার ৬৩৩ জন। মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।’
তিনি আরও জানান- ‘এ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, কয়েক সদস্যের পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়নসহ নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্টরা যথাযথ দায়িত্ব পালন করবেন। 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।