পাবনার ভাঙ্গুড়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা নিয়েছেন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সদস্য, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোমিনুল ইসলাম । শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ টিকার প্রথম ডোজ নেন তিনি।
তবে যারা টিকা গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এর পর নিবন্ধনকৃত ব্যক্তির মোবাইল নং এর মেসেজ এলে কেবল তারই টিকা নিতে পাবরেন বলে জানা গেছে।
টিকা গ্রহণ করে অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোমিনুল ইসলাম বলেন, এই টিকা গ্রহণে কোন ধরণের ভয় পাওয়ার কিছূ নেই। আমার টিকা গ্রহণে অষ্টমনিষা ইউনিয়নের জনগণসহ সবাই অনুপ্রাণিত হবে বলেনও জানান তিনি।
CBALO/আপন ইসলাম